গাজীপুরে স্বাচিপ নেতাকে মারধরের অভিযোগ
গাজীপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. প্রণয় ভূষণ দাসকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলার একজন উপদেষ্টা। গতকাল শনিবার রাতে অন্তর্দ্বন্দ্বের জের ধরে তাঁকে স্বাচিপের অন্যপক্ষ মারধর করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগেী নিজেই।
ডা. প্রণয় জানান, গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ে স্বাচিপের সভা ডাকা হয়। সভায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. ইকবাল আর্সলান প্রধান অতিথি ছিলেন। সভা চলাকালে জেলা বিএমএর কেন্দ্রীয় কাউন্সিলর ও স্বাচিপের আজীবন সদস্য ডা. প্রণয় ভূষণ দাস বক্তব্য দিতে চাইলে সংগঠনের একাংশের নেতারা তাতে বাধা দেন। একপর্যায়ে ডা. প্রণয় সভাস্থল ত্যাগ করার সময় ডা. আমির হোসাইন রাহাত, ডা. অসীম ঘোষসহ স্বাচিপের কয়েক নেতা পথরোধ করে তাঁকে এলোপাতাড়ি লাঠিপেটা ও কিল-ঘুষি মারেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় হাঁটু ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে বলেও জানান ডা. প্রণয়।
পরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে রাতে সিভিল সার্জন কার্যালয়ে আপস-মীমাংসার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানান ডা. প্রণয়।
এ বিষয়ে স্বাচিপের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমির হোসাইন রাহাত মারধরের কথা অস্বীকার করে জানান, সভায় আলোচনা চলাকালে নিজেদের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছিল। আবার পরে তা সমাধান হয়ে গেছে।