বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় সেলাই মেশিন বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রশিক্ষিত ৩৯ জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কালিরহাট বাজারে অগ্রণী ব্যাংকের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
অগ্রণী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের সহকারী ব্যবস্থাপক এস এম মোস্তফা-ই-কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ ওরাঁও, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, রংপুর সার্কেলের ডিজিএম সমীর রঞ্জন চক্রবর্তী, এজিএম মকবুল হোসেন, কুড়িগ্রাম শাখা ম্যানেজার রফিকুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহিদ হোসেন, ফুলবাড়ী শাখা ম্যানেজার ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা গোলাম মোস্তফা ও আলতাফ হোসেন প্রমুখ।
অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, দীর্ঘ ৬৮ বছরের অবহেলিত বিলুপ্ত ছিটমহলের নারীদের ভাগ্যোন্নয়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।