সাবেক সাংসদ ডা. আসফার হোসেন মোল্লা আর নেই
গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. আসফার হোসেন মোল্লা (৬৩) আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।
ডা. মো. আসফার হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। প্রায় দুই সপ্তাহ তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আজ দুপুরে জানাজা শেষে আসফার হোসেনকে উপজেলার জামালপুর পশ্চিমপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আসফার হোসেন ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলহাজ হাফিজ উদ্দিন মোল্লা ও বেগম শাহিদা মোল্লার সন্তান। আসফার হোসেন তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আসফার হোসেনের মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।