পঞ্চগড়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
পঞ্চগড়ের বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পাওয়াসহ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঢাকা কুইন্স কলেজ আজ শনিবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা কুইন্স কলেজের অধ্যক্ষ মো. আলতাব হোসেন প্রধান অতিথি ছিলেন।
বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুইন্স কলেজের উপাধ্যক্ষ আবদুল কায়ুম, বোদা পাথরাজ কলেজের অধ্যাপক প্রবীর কুমার চন্দ, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, শিক্ষক মাহাবুল আলম, শিক্ষার্থী হাবিবুর রহমান, সুমাইয়া আখতার প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বোদা উপজেলার সাত শতাধিক জিপিএ ৫ প্রাপ্তসহ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ব্যাগ দেওয়া হয়।