পাহাড়ে আ. লীগ প্রার্থীর প্রস্তাবক ও সমর্থনকারী ‘অপহৃত’
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার তুলাবন এলাকা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী এ দুজনকে অপহরণ করে নিয়ে যায় বলে দাবি করেছে আওয়ামী লীগ।
এঁরা হলেন ৩৩ নম্বর মারিশ্যা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সুমন চাকমার প্রস্তাবক সুকান্ত চাকমা ও সমর্থনকারী প্রজ্ঞান চাকমা।
এ ঘটনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করলেও জেএসএস তা অস্বীকার করেছে।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গিয়াসউদ্দিন আল-মামুন অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীদের নানাভাবে হুমকি দিচ্ছিল জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকদেরও একই কায়দায় হুমকি দিচ্ছিল।
এরই পরিপ্রেক্ষিতে আজ দুজনকে অপহরণ করে জেএসএসের সন্ত্রাসীরা। বিকেলে তুলাবন নিজেদের বাসা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে সুকান্ত চাকমা ও প্রজ্ঞান চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও মামুন জানান।
এদিকে অভিযোগ ভিত্তিহীন দাবি করেন জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি জানান, এই ঘটনার সঙ্গে জেএসএস কোনোভাবেই জড়িত নয়। এ ধরনের কোনো তথ্যও আমাদের জানা নেই। এটি আওয়ামী লীগের উদ্দেশ্যমূলক অপপ্রচার।
রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, ‘এই বিষয়ে আমরা খবর পেয়েছি। এখন খোঁজ-খবর নিচ্ছি।’