কাপ্তাইয়ে দূষণ বন্ধ না হলে মাছ উৎপাদনে বিপর্যয় ঘটবে
রাঙামাটির কাপ্তাই হ্রদে দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে কর্ণফুলীর শাখা নদীগুলোর গতিপথ ফিরিয়ে আনা না গেলে এবং হ্রদের দূষণ বন্ধ করা না গেলে আগামীতে কার্প জাতীয় মাছের উৎপাদনে চরম বিপর্যয় নেমে আসবে।
এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির প্রকল্প পরিচালক নৌকমান্ডার মইনুল ইসলাম।
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখার বিষয়ে রাঙামাটিতে আজ রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মইনুল ইসলাম।
মইনুল ইসলাম বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় চলতি ২০১৫-১৬ অর্থবছরে বিএফডিসি কাপ্তাই হ্রদ থেকে ৯ হাজার ৬০০ মেট্রিকটন মাছ আহরণ করে সাড়ে ১০ কোটি টাকার রাজস্ব আয় করেছে। হ্রদে মাছ শিকার বন্ধের সময়ে কাপ্তাই হ্রদের পুরো এলাকায় মাছের আহরণ বন্ধের ও প্রচারে নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ দল ও ভ্রাম্যমাণ দল কাজ করবে বলে জানান তিনি।