কুষ্টিয়ার চিনিকলে শ্রমিক বিক্ষোভ, এক কর্মকর্তা বরখাস্ত
অর্থ আত্মসাৎকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া সুগার মিলসের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ অভিযোগে কর্তৃপক্ষ হিসাব বিভাগের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিনিকলের হিসাব বিভাগের জুনিয়র করণিক শরীফুল ইসলাম ডালিমের বিরুদ্ধে কারখানার শ্রমিক-কর্মচারীরা তাঁদের বিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযুক্তের শাস্তি দাবি করে আজ সকাল ১০টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক-কর্মচারী।
শ্রমিকরা বলেন, গতকাল সোমবার চিনিকল কারখানার শ্রমিকদের ওভারটাইম বিল বাবদ ১১ লাখ টাকা দেওয়ার কথা ছিল। শ্রমিকদের অভিযোগ, এ কাজে দায়িত্বপ্রাপ্ত হিসাব বিভাগের কর্মকর্তারা সেখান থেকে এক লাখ টাকা আত্মসাৎ করেন। আজ সকালে এ অভিযোগ জানার পর কারখানার শ্রমিক-কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার বিচারের দাবিতে তাঁরা ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামেন বিক্ষোভ করেন।
শ্রমিকরা আরো অভিযোগ করেন, দুই বছর ধরে তাঁদের বিল থেকে টাকা আত্মসাৎ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে হিসাব বিভাগের জুনিয়র করণিক শরীফুল ইসলাম ডালিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।