খাগড়াছড়ির বীর মুক্তিযোদ্ধা মফিজ আর নেই
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৬৯) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত মফিজুর খাগড়াছড়ি পৌরসভার প্রথম কমিশনার ছিলেন। বর্তমানে তাঁর বড় ছেলে শাহ আলম ১ নম্বর পৌর ওয়ার্ডের কমিশনার। মঙ্গলবার বাদ আসর নামাজের পর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজ অনুষ্ঠিত হয়। এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। পুলিশের একটি সুসজ্জিত দল শেষ সালাম দিয়ে চির বিদায় জানান। পরে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া, জ্যোষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।