ইবিতে ড. আবদুল্লাহ জাহাঙ্গীরকে স্মরণ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অধ্যাপক ড. আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীরের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্লাহ, অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় অধ্যাপক ড. আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা।
গত ১১ মে মাগুরার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অধ্যাপক ড. আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীর নিহত হন।