চাপাতির কোপে প্রকাশ্যেই খুন ব্লগার ওয়াশিকুর
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার এক মাস পেরোতেই ঘাতকের চাপাতির কোপে প্রাণ দিলেন আরো এক ব্লগার। আজ সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওয়াশিকুর রহমান বাবু নামের এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বেগুনবাড়ী এলাকার নিজের বাসা থেকে বের হওয়ার সময় তিন দুর্বৃত্ত বাবুকে দক্ষিণ বেগুনবাড়ী বাজারের পাশের একটি গলিতে ধাওয়া করে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন বাবু। এলাকাবাসী দুই দুর্বৃত্তকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারা হলো জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম।
পরিদর্শক আরো জানান, গুরুতর আহত বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দুজন পুলিশকে জানিয়েছে, ফেসবুক ও ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করায় তারা ওয়াশিকুরকে হত্যা করেছে। এদের মধ্যে জিকরুল্লাহ হাটহাজারী মাদ্রাসার ছাত্র এবং আরিফুল ইসলাম মিরপুর দারুল উলুম মাদ্রাসার ছাত্র। মতাদর্শগত পার্থক্যের কারণেই ওয়াশিকুর রহমানকে হত্যার সিদ্ধান্ত নেয় বলে এরা জানিয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি চাপাতিও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘পরিকল্পনামাফিক তারা আজকে সকালে তার বাসার সামনে অবস্থান গ্রহণ করে। এবং সে যখন বাসা থেকে বের হয়ে তার অফিসের দিকে হেঁটে যাচ্ছিল, তখন গলির মুখে তাকে পেছন থেকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। এ ঘটনার পেছনে কারা কারা জড়িত, তারা কোনো সংগঠন বিলং করে কি না, তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না? এ পরিকল্পনার সঙ্গে অন্য কারা কারা জড়িত, বিস্তারিত তথ্যগুলো আমরা পরে জানতে পারব।’
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরের সময় বইমেলা থেকে বের হওয়ার পথে অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালানো হয়। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে যান বন্যা।
অভিজিৎ রায়ের পরিবার জানিয়েছে, ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী আদর্শের প্রচার এবং ধর্মের অসহিষ্ণুতা নিয়ে মুক্তমনা নামে ব্লগে লেখালেখির জন্য হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।