গাজীপুরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব সফিপুর থেকে সিরাজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সিরাজুল পূর্ব সফিপুরের মো. হাসমত সর্দারের ছেলে। পারিবারিক কোন্দলের কারণে তিনি খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সিরাজুল ইসলামকে হাত-পা বেঁধে কুপিয়ে পূর্ব সফিপুর এলাকায় তাঁর বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ওসি বলেন, সিরাজুলের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন আছে।