মেহেরপুরে ৬ হাজার কেজি আম ধ্বংস

মেহেরপুরে কেমিক্যাল দিয়ে পাকানো ছয় হাজার কেজি আম ধ্বংস করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে আমগুলো ধ্বংস করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী অভিযান চালিয়ে সদর উপজেলার আমঝুপি জোয়ার্দারপাড়ার একটি আম বাগান থেকে এক ট্রাক অপরিপক্ব ও কেমিক্যালমিশ্রিত আম জব্দ করেন। এ সময় আম ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে জব্দ করা আমসহ ট্রাকটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নেওয়া হয়। ট্রাকে ছয় হাজার কেজি আম ছিল।
মঈনুল হাসান বলেন, ‘আমগুলো অপরিপক্ব, কিন্তু তা কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। তাই সব আম বিনষ্ট করা হয়েছে।’
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে এ কর্মকর্তা আরো বলেন, ‘মেহেরপুর জেলায় কোনোনোরকম ক্ষতিকর কেমিক্যালমিশ্রিত আম বাজারজাত করতে দেওয়া হবে না।’
অভিযুক্ত আম মালিককে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান মঈনুল হাসান।
আমগুলো ধ্বংস করার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সদর ইউএনও মো. মঈনুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
জেলা প্রশাসন থেকে ২৫ মের আগে মেহেরপুরের কোনো বাগান থেকে হিমসাগর আম না পাড়ার নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আম ব্যবসায়ীদের নিয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এক সপ্তাহ আগে থেকেই আম বাজারজাত করার চেষ্টা চালায়।