ডুয়েটে ভর্তি পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে ১৩ জন
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি.আর্ক) প্রোগ্রামে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিটি আসনে ভর্তির জন্য গড়ে ১৩ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মোছা. কামরুন নাহার জানান, প্রথম শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পুরকৌশল বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৬০০ আসনের বিপরীতে সাত হাজার ৬৪৫ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বিভাগওয়ারি সকালের শিফটে পুরকৌশল বিভাগে ১২০টি আসনের বিপরীতে এক হাজার ৮৫১ পরীক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে ৭৯৯, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ আসনের বিপরীতে এক হাজার ১০৮ এবং স্থাপত্য বিভাগে ৩০ আসনের বিপরীতে ৩৩২ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বিকেলের শিফটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে এক হাজার ৯১৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে এক হাজার ২৪৬ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ আসনের বিপরীতে ৩৯৫ পরীক্ষার্থী অংশ নেন।