কুষ্টিয়ায় বোমায় প্রাণ গেল যুবকের
কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট বাজারে বোমা বিস্ফোরণে নাইম হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাফিজুর রহমান (১৮) নামের নাইমের এক সঙ্গী ও হাবিবুর রহমান (৪০) নামের এক পথচারী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাইমের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট সর্দারপাড়ায়। তাঁর বাবার নাম চাম্বার সর্দার। পুলিশের দাবি, নিজের বহন করা বোমায় নিহত হয়েছেন নাইম।
আহত হাফিজ একই গ্রামের আবদুল খালেকের ছেলে। আহত হাবিবুর রহমানের বাড়ি কবুরহাটে। তাঁর বাবার আজবার আলী। দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নাইম ও হাফিজ বোমা বহন করে কবুরহাট বাজারে পৌঁছায়। হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নাইম হোসেনের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, নিহত নাইমের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে এবং কী কারণে এ বোমা আনা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।