হোমিও চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের
কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আইএসের সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’-এর এক বিবৃতিতে আরবি ভাষায় লেখা হয়েছে, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের কুষ্টিয়ায় খ্রিস্টধর্ম প্রচার করেন এমন এক চিকিৎসককে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।’
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় ছানোয়ার রহমান (৬০) নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, গতকাল সকালে ছানোয়ার রহমান কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার শিশির মাঠের নিজ বাগানবাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। দুর্বৃত্তরা ছানোয়ারের পাশে থাকা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুজ্জামানকেও (৫৮) কুপিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এএফপি জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশের পর বাংলাদেশের পুলিশ প্রথমে জানিয়েছিল, এর আগে ইসলামিক স্টেটের সদস্যদের হাতে হত্যার ঘটনাগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডটির মিল রয়েছে। তবে ব্যক্তিগত বিরোধ থেকেও এই হত্যাকাণ্ড ঘটনো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসক ছানোয়ার রহমানের পরিবারের সদস্যদের দাবি, গরিব ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণের কারণে এলাকায় তিনি বেশ জনপ্রিয় ছিলেন। প্রতি শুক্রবার সকালে নিজের বাগান বাড়ির সামনে গ্রামবাসীর মধ্যে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করতেন তিনি। তাঁর কোনো শত্রু থাকতে পারে বলে বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা।
এদিকে গুরুতর আহত শিক্ষক সাইদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
ছানোয়ার রহমান ও সাইদুজ্জামান দুজনেই কুষ্টিয়ার বিখ্যাত বাউল গানের ভক্ত ছিলেন। হোমিও চিকিৎসক মাঝে মাঝে নিজের বাড়িতে বাউল গানের আসরের আয়োজন করতেন বলে এএফপিকে জানিয়েছেন তাঁর শ্যালক ওবায়দুর রহমান।
বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলছে, বাংলাদেশে মুক্তচিন্তার অধিকারী, ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার এবং সংখ্যালঘু হত্যার ধারাবাহিকতায় গতকাল এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গত কিছুদিনের মধ্যে এক বৌদ্ধভিক্ষু, একজন সমকামী অধিকারকর্মী, একজন নাট্যকর্মী, একজন উদারপন্থী অধ্যাপক, একজন হিন্দু ধর্মাবলম্বী দর্জি এবং সুফি মুসলিম নেতাকে হত্যা করা হয়েছে। ইসলামিক স্টেট এবং বাংলাদেশে আল-কায়েদার শাখা এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
তবে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সরকার বারবারই বলে আসছে যে, দেশটিতে এই ধরনের ইসলামিপন্থী জঙ্গি সংগঠনের কোনো কার্যক্রম নেই। এমনকি এসব ঘটনার জন্য আইএস বা আল কায়েদার দায় স্বীকারকেও সরকার অস্বীকার করছে বলে জানিয়েছে এএফপি। তাঁদের দাবি দেশের ভেতরে গড়ে ওঠা কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।