শেরপুরে বরেণ্য আলেম নুরুল ইসলামের ইন্তেকাল
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের শুরা সদস্য, ইত্তেফাকুল ওলামা ও জাতীয় ইমাম পরিষদ শেরপুরের সভাপতি আলহাজ মাওলানা নুরুল ইসলাম (৬৭) আর নেই। আজ শনিবার ভোরে শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার মোহতামিম নুরুল ইসলাম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশের বরেণ্য অনেক ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের ওস্তাদ হিসেবে সমাদৃত এই আলেম দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
আজ বিকেল সাড়ে ৫টায় শেরপুর পৌরপার্কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন শেরপুরে কোনো ব্যক্তির জানাজায় এত লোকের সমাগম চোখে পড়েনি। দুপুরের পর থেকেই রাজধানীসহ সারা দেশ থেকে আলেম ওলামারা জানাজাস্থলে আসতে শুরু করেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার আগে সারা দেশে থেকে আসা ধর্মীয় নেতারা বক্তব্য দেন। এ ছাড়া শেরপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বক্তব্য রাখেন।
জানাজা শেষে নুরুল ইসলামকে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হয়।