পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ৭০ ঘর ভস্মীভূত
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের গড়েরডাঙ্গা এলাকায় ১৬ পরিবারের ৭০টি ঘর পুড়ে গেছে।
আজ রোববার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কৃষক সফিকুল মুন্সীর বাড়ির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৬টি পরিবারের ৭০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, ধান-চাল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল পুড়ে গেছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবদুল মালেক জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।