মেহেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধির বিরুদ্ধে মামলা

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাস।
আজ রোববার দুপুরে মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত ২-এর বিচারক মো. হাদিউজ্জামানের আদালতে আবদুস সামাদ বাবুল বিশ্বাস মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক সাংবাদিক পোলেনের বিরুদ্ধে সমন জারি করেছেন।
বাদীর আইনজীবী খন্দকার আবদুল মতিন বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিনের শেষ পৃষ্ঠায় মেহেরপুর প্রতিনিধি ‘বাজার থেকে গম কিনে গুদামে দিচ্ছেন নেতারা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বোরহান উদ্দিন চুন্নু ও আমাম হোসেন মিলুর স্লিপ ছাড়া কেউ গোডাউনে গম দিতে পারছেন না।
মামলায় এ সংবাদকে মিথ্যা বলে দাবি করেন বাদী আবদুস সামাদ বাবলু বিশ্বাস। তিনি বলেন, সমাজে হেয় ও প্রতিপন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যাতে তাঁর কোটি টাকার সম্মানহানি হয়েছে।
মামলায় আরো বলা হয়, সংবাদ প্রকাশের পর বাদী সাংবাদিক মাহবুবুল হক পোলেনকে ডেকে বিষয়টি জিজ্ঞাসা করেন। এ সময় সাংবাদিক বলেন, ‘নিউজ প্রকাশ করে ঠিক করেছি, আপনি যা পারেন তাই করেন।’
মামলায় বোরহান উদ্দিন চুন্নু ও আমাম হোসেন মিলুকে সাক্ষী করা হয়েছে।
পিরোজপুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ বাবলু বিশ্বাস মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের ভগ্নিপতি।