নেত্রকোনায় শেষ হলো বাসন্তী উৎসব
ঢাকের বাদ্য, কাঁসা, শাঁখ, শঙ্খ, উলুধ্বনি আর দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে নেত্রকোনায় শেষ হলো সনাতন হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা।
শহরের বড় বাজারের মহাবীর সেবক সংঘের উদ্যোগে গতকাল রোববার রাতে এক মনোমুগ্ধকর আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চৈত্র মাসের শুল্কপক্ষের ষষ্ঠী তিথি থেকে শুরু হয়ে বাসন্তী পূজা চলে দশমী তিথি পর্যন্ত। জেলা শহরে মোট ৩১টি পূজামণ্ডপে প্রতিমা, আলোকসজ্জা, গেট, তৈরি করা পূজার মঞ্চ দেখতে প্রতিদিন ভিড় জমান হাজারো নারী-পুরুষ।
বাসন্তী পূজাকে দ্বিতীয় দুর্গাপূজা হিসেবেও অভিহিত করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। মা দুর্গাকে বসন্তকালে পূজা করার কারণে এর নামকরণ করা হয় বাসন্তী পূজা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার দাস জানান, পুরাকালের রাজা যশরথ তাঁর হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। সেই থেকে সনাতন ধর্মাবলম্বীরা অশুভ শক্তিকে পরাভূত করতে বসন্তকালে ঢাকের বাদ্য, শাঁখ-শঙ্খ, উলুধ্বনি আর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বাসন্তী পূজা উৎসব উদযাপন করে থাকেন।