কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)। এবারের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’।
জেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদ প্রমুখ।
সপ্তাহটি উপলক্ষে স্থানীয় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, দুর্নীতিবিরোধী ছবি ও আলোকচিত্র প্রদর্শনী, মসজিদে দুর্নীতিবিরোধী খুতবা পাঠ, বিদ্যালয়গুলোতে দুর্নীতিবিরোধী শপথ পাঠ, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।