কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে মো. শাহীন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহীনকে কোপায় দুর্বৃত্তরা। রাত ১২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কোপে নিহত শাহীনের বাড়ি উপজেলার বড় আইলচারা গ্রামে। তাঁর বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রয়াত জাহের আলী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আইলচারা এলাকার বিভিন্ন জায়গায় আড্ডা শেষে গতকাল রাতে শাহীন হেঁটে বাড়ি ফিরছিলেন। বড় আইলচারা প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছে পৌঁছালে শাহীনের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ১০-১২ দুর্বৃত্ত। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, শাহীন আগে ব্যবসা করতেন। কয়েক বছর আগে তিনি ব্যবসা ছেড়ে বিভিন্ন বখাটে সংঘের সঙ্গে মেশা শুরু করেন।
শাহীনকে কীভাবে হত্যা করা হয়েছে কিংবা কারা হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি ওসি। তিনি জানান, শাহীনকে হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।