নাটোরে বিএনপির প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হযরত আলী এ ঘোষণা দেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া উপস্থিত ছিলেন।
হযরত আলী অভিযোগ করেন, তাঁর পরিবার, পোলিং এজেন্ট এবং দলীয় নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা না থাকায় ভোট বর্জন করতে বাধ্য হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টায় সারা দেশে পঞ্চম ধাপের ৭২০টি ইউপিতে ভোট গ্রহণ শুরু হবে।