মৌলভীবাজারে একই বাড়ির ৩ গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের একটি অ্যাপার্টমেন্টে নিজেদের মধ্যে ঝগড়ার পর তিনজন গৃহকর্মী আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও অ্যাপার্টমেন্টে বসবাসকারীদে সূত্রে জানা যায়, ওই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক হাবিবুর রহমানম, তাঁর স্ত্রী ইভা, ছোট দুই শিশু সন্তান ও এক ভাগ্নে। তাঁদের বাসায় একজন ছেলে শিশু ও পাঁচ নারী গৃহকর্মীসহ মোট ছয়জন কাজ করতেন। গৃহকর্তা ও গৃহকর্তীর অনুপস্থিতিতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গৃহকর্মী আমিনা বাসার জানালার ফাঁক দিয়ে বাইরের এক যুবকের সঙ্গে গল্প করেন। বিষয়টি অপর গৃহকর্মী শাহানা (২৮) দেখে তাঁকে নিষেধ করেন। এতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আমিনা (১৬), রুবি (১৫) ও মালা (১৮) রান্নাঘরের দরজা আটকে রাসায়নিক পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা দরজা খুলে রান্না ঘর থেকে বের হয়ে এসে চিৎকার করে। এ সময় তিনজনের মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হতে দেখে অপর গৃহকর্মীরা চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে পাশের বাসার লোকজন আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের বিকল্প চাবি দিয়ে বাসার মূল দরজা খুলে তিন গৃহকর্মীকে উদ্ধার করে জেলার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
গৃহকর্মী শাহানা জানান, হাবিবুর রহমানের স্ত্রী ইভা দুই সন্তান নিয়ে শুক্রবার ভোরে তাঁদের ভেতরে রেখে বাসার প্রধান দরজা তালাবদ্ধ করে জরুরি কাজে ঢাকায় চলে যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, শহরের চৌমোহনায় অবস্থিত শাহ মোস্তফা গার্ডেন সিটির অষ্টম তলা থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরা সবাই সুস্থ অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। ছয় গৃহকর্মীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা এলে তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।