পঞ্চগড়ে ফেনসিডিল ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে কারাদণ্ড
পঞ্চগড়ে ফেনসিডিল ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার পঞ্চগড় স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ নূর এই রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় গ্রামের আমিরুল ইসলাম (২৭), তাঁর স্ত্রী আখি আক্তার (২৪) ও জিয়ারুল ইসলাম (৩৩)।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান ও আসামিপক্ষে অ্যাডভোকেট কামরুজ্জামান মামলা পরিচালনা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ জুন সন্ধ্যায় ১০০ বোতল ফেনসিডিল ট্রাভেল ব্যাগে নিয়ে দণ্ডাদেশ পাওয়া ওই তিনজন ঢাকায় যাওয়ার জন্য আটোয়ারী উপজেলার সাতখামার বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পুলিশ একই বছরের ১৫ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আজ রায় দেন।
রায় প্রদানের সময় দণ্ডাদেশ পাওয়া তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশ তাদের কারাগারে পাঠায়।