মনিরামপুরে পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন

যশোরের মনিরামপুর উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পিকআপের চালক মোশারফ হোসেন জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে মাছ বোঝাই করে রংপুরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। গতকাল সোমবার রাত ৯টার দিকে মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে দুর্বৃত্তরা পিকআপ ভ্যানটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় গাড়ি থেকে লাফিয়ে নেমে যান তিনি। পরে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এতে গাড়ির কিছু অংশ ও কিছু মাছ পুড়ে গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন জানান, পেট্রলবোমা নয়, দুর্বৃত্তরা গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে এতে গাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।