লক্ষ্মীপুরে যুবলীগের সাবেক নেতাকে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলকে (৩০) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকালে দত্তপাড়ার ইউনিয়নের বড়পাড়া গ্রামের ঠাকুরবাড়ির পাশে গলা কাটা লাশ দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। নিহত রুবেল দত্তপাড়ার বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্বৃত্তরা সোমবার রাতের কোনো একসময় রুবেলকে হত্যা করতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।