পলিথিন বিক্রি করায় গাজীপুরে জরিমানা
নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে গাজীপুরে কয়েক দোকানিকে পরিবেশ অধিদপ্তর জরিমানা করেছে। আজ মঙ্গলবার মহানগরের ভোগড়া বাজারে অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ জন দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই টন পলিথিন শপিং ব্যাগ।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত দোকানি মো. বাবুল আক্তার, মো. রফিকুল ইসলাম, মো. মজিবুল আলম, মো. সুজন মিয়া ও মো. হাফিজুল্লাহকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া পিয়াস আলম, মো. রনি মিয়া ও মো. মিজানুর রহমানকে তিন হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা এবং মো. আবুল খায়েরকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট) মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক সাইফুল ইসলাম ও গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক সোনিয়া আক্তার, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া। অভিযানে গাজীপুর পুলিশ সহযোগিতা করেন।