মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু
মাগুরা সদর উপজেলার মঘীরঢাল এলাকায় ট্রাকে পেট্রলবোমা হামলায় দগ্ধ ইমরান মোল্লা নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরান। তিনি ওই ট্রাকেরই চালক ছিলেন। চিকিৎসকরা জানান, ইমরানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত ২১ মার্চ রাত ৮টার দিকে জেলার মঘীরঢাল এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে গুরুতর দগ্ধ হন নয় শ্রমিক। তাঁদের মধ্যে মারা যান ইয়াদুল মোল্লা (২৩), রওশন আলী (৪২), শাকিল হোসেন মোল্লা (২৫) ও আবদুল মতিন (২২)। তাঁরা ওই ট্রাকের শ্রমিক ছিলেন। অন্যদের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।