লালপুরে দুই ভাইকে অপহরণের অভিযোগ
নাটোরের লালপুরে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুল শিক্ষার্থী দুই ভাইকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার আবদুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাব্বি হোসেন ও তার মামাতো ভাই করিমপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাহেল গত ২৫ মে এক সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে মোবাইল ফোনে তাদের স্বজনদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। রাব্বির বাবা মুকুল হোসেন ও তার বোন মোজিয়া বেগমের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা যায়।
এ অবস্থায় দুই শিক্ষার্থীর খরচ বাবদ পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে আট হাজার টাকা পাঠায়।
তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার।