পাকুন্দিয়ায় পেট্রলবোমা নিক্ষেপ, কাভার্ডভ্যান খাদে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গতকাল সোমবার রাত ১০টার দিকে মালবোঝাই একটি কাভার্ডভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় চালকের সহকারী মামুন আহত হন।
কাভার্ডভ্যানের চালক আবদুল হাকিম জানান, গতকাল বিকেলে ইজাব কোম্পানির কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো উ-১৪-০৯৭২) ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে পেট্রলবোমাটি ভেতরে ঢুকে আগুন ধরে যায়। এ সময় চালক ও চালকের সহকারী দ্রুত নেমে যাওয়ার পর কাভার্ডভ্যানটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকের সহকারী মামুন সামান্য আহত হন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে, হরতালের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেনসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল চলাকালে কেউ গ্রেপ্তার হয়নি।