নাটোরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি ও কুপিয়ে আহত
নাটোরে দুর্বৃত্তরা জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান আসাদকে গুলি ও কুপিয়ে আহত করেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আসাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আসাদ আদালত এলাকায় ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শহরের কালেক্টরেট স্কুলের সামনে অন্য মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাঁকে প্রথমে পায়ে গুলি করে। পরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে দ্রুত তাদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে।’