নাটোরে বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা
নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট প্রদানসহ বিভিন্ন অভিযোগে বিএনপির তিন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব ঘটনা ঘটে।
ধারাবারিষা ইউনিয়নের সিঁধুলি কেন্দ্রের কর্তব্যরত পুলিশ কর্মকর্তা (এসআই) মাসুদ জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসানের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল মতিনের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পরে মেহেদী হাসানকে উদ্ধার করে পুলিশ প্রহরায় নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
এদিকে কেন্দ্র দখল, প্রকাশ্যে ভোট প্রদানসহ বিভিন্ন অভিযোগে গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের মনিরুজ্জামান হেনা, বাগাতিপাড়া উপজেলা সদরের হায়দার রশিদ ও জামনগর ইউনিয়নের বিএনপির প্রার্থী গোলাম রব্বানী ফোনে সাংবাদিকদের ভোট বর্জনের কথা জানান।
অন্যদিকে নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর কেন্দ্রে ও চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।