চলছে শেষদিনের যাচাই-বাছাই
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন চলছে। গতকাল বুধবার মেয়র পদে যাচাই-বাছাই শেষ হলেও সংরক্ষিত আসন ও কাউন্সিলর পদে মনোনয়ন যাচাই-বাছাই আজ বৃহস্পতিবার শেষ হবে।
সকাল ১০টায় উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই যাচাই-বাছাই শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই প্রার্থীদের জমা দেওয়া হলফনামা যাচাই-বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তা।
ঋণখেলাপি এবং কর-সংক্রান্ত জটিলতায় গতকালের মতো আজও বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা ঢাকা বিভাগীয় কমিশনার যিনি আপিল কর্তৃপক্ষ তাঁর বরাবর আপিল করার সুযোগ পাবেন।
গত ২৯ মার্চ মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হয়। গতকাল যাচাই-বাছাই শেষে বাতিল ও বৈধ মনোনয়নের নাম ঘোষণা করতে শুরু করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।