শরীয়তপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দুটি বন্দুকসহ রুহুল আমিন মাদবর টিটু (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আজ দুপুর দেড়টার দিকে কোর্ট চলার সময় জেলা জজকোর্টের গেটে প্রবেশ করার সময় রুহুল আমিন মাদবর টিটু নামে এক যুবকের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় তাঁর ব্যাগে দুটি বন্দুক, তিনটি গুলি ও একটি কিরিস পাওয়া যায়। তাঁর সাথে থাকা আরেক যুবক একটি টেঁটা ও একটি রামদা ফেলে পালিয়ে যান।
আটক রুহুল আমিনের বাড়ি নড়িয়া উপজেলার দক্ষিণ চাকধ গ্রামে।
এ ঘটনায় সদর থানায় রুহুল আমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।