পাবনার শরীফুল ইসলামের ইন্তেকাল
পাবনার ফরিদপুর উপজেলার হাদল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. শরীফুল ইসলাম শরীফ (৫৩) মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শরীফুল ইসলাম পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলার চেয়ারম্যান এবং সাবেক পৌর কমিশনার নাদিরা ইয়াসমিন জলির স্বামী এবং হাদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সেলিম রেজার ছোট ভাই। আজ বাদ জোহর আটুয়া ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং পরে হাদল গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শরীফুল ইসলাম শরীফের মৃত্যুতে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।