জুমার পর সেলিম ও খোকনের একসঙ্গে ভোজ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনকে নিয়ে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। আওয়ামী লীগ নেতা হাজি সেলিমও একই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে পরে আর তিনি মনোনয়নপত্র জমা দেননি।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করেন।
ফলে ধারণা ছিল, এবারও তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকনের বিরুদ্ধে নির্বাচন করবেন। মনোনয়নপত্রও ক্রয় করেন। পরে হঠাৎ করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। মাঝখানে কয়েকদিন এলাকায়ও দেখা যায়নি তাঁকে। মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি নগরীর বিভিন্ন বিলবোর্ডের মাধ্যমে প্রচারের কাজও শুরু করেছিলেন হাজি সেলিম। মেয়র পদে নির্বাচন করার জন্য তাঁকে সংসদ সদস্যের পদ ছাড়তে হতো।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার চকবাজার শাহি জামে মসজিদে একসাথে জুমার নামাজ আদায় করেন খোকন ও সেলিম। মসজিদের নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে তাঁরা একে-অপরের সাথে কোলাকুলি করেন।
এ সময় সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘সেলিম ভাই নামাজ পড়ার জন্য দাওয়াত দিয়েছিলেন। তাই তাঁর সঙ্গে নামাজ পড়লাম।’
পরে হাজি সেলিমের বাসায় দুপুরের খাবার খেয়েছেন সাঈদ খোকন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক এবং এলাকার সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন।