ঝিনাইদহে পুরোহিত হত্যায় চারদিনেও গ্রেপ্তার নেই
ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার চারদিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা পুলিশ সূত্রে এ বিষয়ে জানা গেছে।
এদিকে, করাতিপাড়ায় নিহত পুরোহিতের বাড়িতে অনুষ্ঠিত সমাবেশে মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, সরকারকে উত্ত্যক্ত করার জন্য এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যা করা হয়েছে। শান্তি বজায় রাখার জন্য সরকার ত্বরিত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পূজা উদযাপন কমিটির নেতা কনক কান্তি দাশসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
গত ৭ জুন বেলা সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষাডাঙ্গা ভাগাড় এলাকায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।