কুড়িগ্রামের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম হৃদয় বাবু (৬)। এ সময় হৃদয়ের বাবা মাজম আলী (৪৫) গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারী ভাতী গ্রামের ভ্যানচালক মাজম আলী তাঁর ছেলে হৃদয় বাবুকে নিজের ভ্যানগাড়িতে নিয়ে বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে শহীদ লেফটেন্যান্ট সামাদ টেকনিক্যাল কলেজ মোড়ে উল্টোদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানগাড়িসহ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হৃদয় নিহত হয়। গুরুতর আহত মাজম আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক পলাতক বলে জানান ওসি।
হৃদয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।