নাটোরে খ্রিস্টান ব্যবসায়ী হত্যায় আটক সবুজের মুক্তি দাবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার ঘটনায় আটক ভাড়াটিয়া সবুজকে নির্দোষ দাবি করে মুক্তি চেয়েছে তাঁর গ্রামের লোকজন।
আজ শনিবার দুপুরে আটক সবুজের গ্রাম লালপুর উপজেলার কদিমচিলান নতুন বাজারে এক সংবাদ সম্মেলনে ওই গ্রামের বাসিন্দারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে কদিমচিলান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজা, সবুজের ভাই আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্য ও গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সবুজকে একজন নিরীহ ব্যক্তি উল্লেখ করে তাঁকে হয়রানি না করে প্রকৃত হত্যাকারীদের আটকের দাবি জানান।
গত ৫ জুন সুনীল গোমেজ হত্যার পর ওই বাড়ির ভাড়াটিয়া ট্রাকচালক সবুজকে আটক করে পুলিশ। পরে তাকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়।