পলাশবাড়ীতে ট্রাকে আগুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়ায় পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি পলাশবাড়ী থেকে ঘোড়াঘাট যাচ্ছিল। করতোয়াপাড়ায় আসার পর চালক ও তাঁর সহকারীকে নামিয়ে ট্রাকে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ট্রাকে কোনো পণ্য ছিল না। আগুনে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি।