মাউশির সাবেক ডিজি ইউনুস মিয়ার ইন্তেকাল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. ইউনুস মিয়া আর নেই। আজ শনিবার দুপুরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জামাতা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম এ তথ্য জানিয়েছেন।
মো. ইউনুস মিয়ার বয়স হয়েছিল ৭৫ বছর। বাদ আসর ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর জানাজা শেষে উত্তরা কবরস্থানে লাশ দাফন করা হয়।
অধ্যাপক ইউনুস মিয়া শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। দুই ছেলে, চার মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম ছিল।