জামায়াত নেতাসহ নাটোরে আটক ৬৩
দেশব্যাপী চলমান পুলিশের বিশেষ অভিযানের পঞ্চম দিনে নাটোরে এক জামায়াত নেতাসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমকে জানানো হয়, গত ২৪ ঘণ্টার অভিযানে জেলার বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবুল হোসেন ও বেশ কয়েকজন শিবিরকর্মীসহ মোট ৬৩ জনকে আটক করা হয়েছে।
এর আগে গত শুক্রবার পুলিশের বিশেষ অভিযান শুরুর পর প্রথম দফায় ১৭ জন ও দ্বিতীয় দফায় ৫০ জনকে আটক করে নাটোর জেলা পুলিশ।