মিন্টুর প্রার্থিতা বহালের রিটও খারিজ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহালের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
মিন্টুর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করব।’
এর আগে আবদুল আউয়াল মিন্টুর সমর্থনকারী ঢাকা সিটি করপোরেশন এলাকার ভোটার নন—এ কারণ দেখিয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের এ ঘোষণা আসে।
এর পর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন মিন্টু। তবে ৪ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে মিন্টুর আপিল খারিজ করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এর পর প্রার্থিতা বহালে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেন আবদুল আউয়াল মিন্টু। সেই আবেদনের ওপর শুনানি শেষে আজ তা খারিজ করে দেন আদালত।