রায়ের কপি এখনো পৌঁছায়নি কারাগারে
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেওয়া আদেশের কপি এখনো কারাগারে পৌঁছায়নি। জেল সুপার ফরমান আলী এ কথা জানিয়েছেন।
আজ সোমবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে জেল সুপার সাংবাদিকদের জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর সেটি কামারুজ্জামানকে পড়ে শোনানো হবে। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে সিদ্ধান্ত নেবেন।
ফরমান আলী আরো বলেন, ‘রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করার কোনো সুযোগ নেই। অনেক সময় ৫টার পরেও আমরা রায়ের কপি পেয়ে থাকি।’
রায়ের কপি হাতে না পেয়েই কেন পরিবারের সদস্যদের দেখা করার জন্য ডাকা হলো, তা জানতে চাইলে জেল সুপার বলেন, ‘যেহেতু ৫টার পর দেখা করার নিয়ম নেই, সে জন্য তাদের ৫টার মধ্যে দেখা করতে বলা হয়েছে।