কুলাউড়ায় ‘হুজি নেতা’ গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে লুৎফুর রহমান হারুন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, হারুন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা। তিনি জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত, বিশেষ করে তিনি অস্ত্র ও বোমা চালনায় পারদর্শী।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদোহা জানান, তারা জানতে পারেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কয়েজন সক্রিয় কর্মী একত্রে জড়ো হয়েছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। সর্বশেষ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বুধপাশা এলাকায় লুৎফুর রহমান হারুনকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি এলজি (লোকালগান) ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি জানান, লুৎফুর রহমান হারুন জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত। বিশেষ করে তিনি অস্ত্র ও বোমা চালানোয় পারদর্শী। তাঁর বিরুদ্ধে কুলাউড়া ও মৌলভীবাজার মডেল থানায় চারটি মামলা রয়েছে। তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
সামছুদ্দোহা জানান, লুৎফুর রহমান হারুন ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। দিল্লি রেলস্টেশনে আটক হয়ে ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতের তিহার জেলে সাজাভোগ করেন। এর আগে ২০০৪ সালে তিনি কুলাউড়ার পৃথিমপাশায় শাহ ডিংগীর মাজারে বোমা বিস্ফোরণ ঘটান।