সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সারাদেশে সব গুপ্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবির সমাদ্দার , জেলা সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু, জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররমসহ অনেকে।
এ ছাড়া জেলার সাংস্কৃতিককর্মী, পূজা উদযাপন পরিষদের সদস্য, মানবাধিকারকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় শত শত নারী ও পুরুষ হাতে হাত রেখে দেশের সব গুপ্তহত্যার প্রতিবাদ জানায়।
বক্তারা ঝিনাইদহে মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীসহ সব হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।