ঝিনাইদহে কৃষকদের মধ্যে ঋণ বিতরণ
ঝিনাইদহে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। আজ রোববার ঝিনাইদহ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ ঋণের টাকা চাষিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উসমান গনি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান। হরিণাকুণ্ডু উপজেলার ৬০ নারী ও পুরুষ কৃষকের মধ্যে ১৪ লাখ টাকা বিতরণ করা হয়। এ সময় বক্তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং যে খাতে ঋণ দেওয়া হচ্ছে সেই খাতে ব্যয় করা হচ্ছে কি না তা তদারকির ওপর জোর দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সফল নারী চাষি সাজেদা খাতুন তাঁর সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সিও এনজিওর নির্বাহী পরিচালক সামছুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বল্প সুদে এ ঋণ কার্যক্রম দেশের ১৪টি জেলায় চালু করা হয়েছে। এতে করে প্রান্তিক কৃষকরা বিশেষ করে নারীরা স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।