মোসাদ্দেক আলীর মুক্তি দাবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কক্সবাজারের সাংবাদিকরা।
আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানেরও মুক্তির দাবি জানান নেতারা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এ এম আশেক উল্লাহর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সংগঠনের সহসভাপতি আতাহার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ গিয়াস, মমতাজ উদ্দিন বাহারী, ইকরাম চৌধুরী টিপু, আনছার হোসেন, মোহাম্মদ উর রহমান মাসুদ প্রমুখ বক্তব্য দেন। সভায় গণমাধ্যমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়েরেরও নিন্দা জানানো হয়।
গত রোববার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার সময় গুলশানের কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলীকে আটক করে গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের দক্ষিণ-পশ্চিম দিকে টঙ্গীগামী তুরাগ পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।