ইটনা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের ইন্তেকাল
কিশোরগঞ্জের ইটনা সদর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল ইসলাম নূরু (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার সকাল ১০টার দিকে ইটনার নয়াহাটি গ্রামে নিজ বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হৃদযন্ত্রের সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসান জানিয়েছেন।
ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নূরু চলতি মাসের ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। তবে শপথ না হওয়ায় চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেননি। গত মেয়াদের আগে টানা তিনবার তিনি ইটনা সদর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি স্ত্রী, তিন ছেলে, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর ইটনা দেওয়ানবাড়ী মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নুরুল ইসলাম নূরুর দাফন সম্পন্ন হবে।
ইটনা সদর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল ইসলাম নূরুর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।