সাবেক সচিব রণজিৎ বিশ্বাস আর নেই
সাবেক সংস্কৃতিসচিব ও ক্রীড়া লেখক রণজিৎ কুমার বিশ্বাস আর নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসের অতিথিকক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি লুৎফুর রহমান জানিয়েছেন, ‘কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম এসে সার্কিট হাউজের দোতলার একটি কক্ষে উঠেন রণজিৎ বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য তাঁকে কক্ষ থেকে ডাকতে এসে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে পুলিশের সহায়তায় দরজার খিল ভেঙে বিছানায় অসাড় পড়ে থাকতে দেখা যায়। এ সময় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রণজিৎ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।’
সাবেক এই সচিব দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।
রণজিৎ বিশ্বাসের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।